Advertisement
বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল দ্বিতীয়বারের মতো জিতলেন কোপা ট্রফি। সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসে ব্যালন ডি’অরের জমকালো আসরে তার হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়।
২১ বছরের কম বয়সী সেরা ফুটবলারের এই পুরস্কার ২০১৮ সাল থেকে দেওয়া হচ্ছে। প্রথম বিজয়ী ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে ১৮ বছর বয়সী ইয়ামালই প্রথম খেলোয়াড়, যিনি টানা দুইবার কোপা ট্রফি জিতলেন। গত বছরও এই স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
ইতিহাস গড়লেন দেম্বেলে, ব্যালন ডি’অরের মুকুট উঠল ফরাসি তারকার মাথায়
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট। এর আগে স্পেন ও বার্সার হয়ে এই ট্রফি জিতেছেন পেদ্রি ও গাভি।
নারী বিভাগেও কোপা ট্রফি জিতেছে বার্সেলোনার খেলোয়াড়। ১৯ বছর বয়সী ভিকি লোপেজ হয়েছেন সেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।