স্পোর্টস ডেস্ক: মায়োর্কাকে ১-০ গোলে পরাজিত করে ৪০ বছরের ইতিহাসে প্রথমবারের মত কোপা ডেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে রায়ো ভায়োকানো।

মাদ্রিদের এস্তাদিও ডি ভায়েকাসে ম্যাচের ৪৪ মিনিটে স্পট কিক থেকে ওস্কার ট্রেয়োর গোলে রায়োর জয় নিশ্চিত হয়। ক্লাব ইতিহাসের এই প্রথমবারের মত কোপা ডেল রে’র ফাইনালে খেলাই এখন তাদের সামনে মূল লক্ষ্য।
৪৪ মিনিটে ডি বক্সের ভিতর আলভারো গার্সিয়াকে ফাউল করে বসেন মায়োর্কার আর্জেন্টাইন ডিফেন্ডার ফ্র্যাংকো রুসো। স্পট কিক থেকে কোনাকুনি শটে রায়োকে এগিয়ে দেন ট্রেয়ো। লা লিগার এবারের মৌসুমে আবারো ফিরে এসে নিজেদের দারুনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে রায়ো। অক্টোবরে তারা বার্সেলোনাকে পরাজিত করে অঘটন ঘটিয়েছিল। বর্তমানে লা লিগা টেবিলের অষ্টম স্থানে রয়েছে রায়ো। লা লিগায় উন্নীত হওয়া পঞ্চম দল হিসেবে এই শতাব্দীতে কোপা ডেল রে’র সেমিফাইনালে টিকিট কাটরো রায়ো।
এদিকে দিনের আরেক কোয়ার্টার ফাইনালে কাডিজতে ২-১ গোলে পরাজিত করে রায়োর সাথে শেষ চারে নাম লিখিয়েছে ভ্যালেন্সিয়া। হুগো ডুরোর ৭৯ মিনিটের গোলে মেস্তালায় স্বাগতিকদের জয় নিশ্চিত হয়। ম্যাচের ২৪ মিনিটে গন্সালো গুয়েডেসের গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। কিন্তু নতুন চুক্তিভূক্ত লুকাস পেরেজের পেনাল্টিতে ৫৪ মিনিটে সমতায় ফিরে কাডিজ। ম্যাচ শেষের ১১ মিনিট আগে ডুরোর হেডে ভ্যালেন্সিয়া জয় নিশ্চিত হয়। দ্বিতীয় হলুদ কার্ডের জন্য কাডিজের ডিফেন্ডার হুয়ান সালাকে ৮৪ মিনিটে মাঠ ত্যাগ করতে হয়। ২০১৯ সালের সর্বশেষ বিজয়ী ভ্যালেন্সিয়া আটবার কোপা ডেল রে’র শিরোপা জয় করেছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।