কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্টের নতুন প্রমাণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট নিয়ে নতুন ও গুরত্বপূর্ণ গবেষণা করেছেন সার্নের বিজ্ঞানীরা। এই গবেষণা কোয়ান্টাম বলবিদ্যার জগতে নতুন সম্ভাবনা দুয়ার খুলে দেবে। কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট কোয়ান্টাম মেকানিকসের তাত্ত্বিক ধারণা। এ তত্ত্ব বলে, এন্ট্যাঙ্গলমেন্ট বা বিজড়িত অবস্থায় থাক দুটি কণা কোটি কোটি মাইল দূরে থাকলেও, তাদের একটি পর্যবেক্ষণ করে অন্যটির অবস্থা ও বৈশিষ্ট্য জেনে ফেলা সম্ভব।

সার্নের গবেষকরা লার্জ হ্যাড্রন কোলাইডার বা এলএইসিতেতে উচ্চ শক্তিতে সংঘর্ষ ঘটিয়ে কোয়ার্কদের মধ্যে এন্ট্যাঙ্গলমেন্টকে পর্যবেক্ষণ করেছেন। এর আগেও এন্ট্যাঙ্গলমেন্ট পর্যবেক্ষণ করা হয়েছে, তবে উচ্চ শক্তির কণার মধ্যে এটিই প্রথম।

কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট শুধু তাত্ত্বিক নয়, এটি কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এবং কোয়ান্টাম টেলিপোর্টেশনের মতো অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এলএইচসির এই পর্যবেক্ষণ কণা পদার্থবিজ্ঞানের জটিল বিষয়গুলো আরও ভালোভাবে বোঝার সুযোগ দিচ্ছে।

এন্ট্যাঙ্গলমেন্টের এই পর্যবেক্ষণ ভবিষ্যতের প্রযুক্তিগত উন্নয়নে অনেক সহায়ক হবে। বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে। কারণ কোয়ান্টাম কম্পিউটিং এই এন্ট্যাঙ্গলমেন্টের ধারণার ওপর নির্ভর করে। ফলে কম্পিউটারকে অনেক দ্রুত এবং দক্ষতার সাথে কাজ করানো সম্ভব হয়।

এই গবেষণা পদার্থবিজ্ঞানের জটিল ক্ষেত্রগুলোতে আরও গবেষণার সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে কণা পদার্থবিজ্ঞানের অনেক প্রশ্নের উত্তর দিতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
সূত্র: সার্ন