জুমবাংলা ডেস্ক : কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী ছয় ঘণ্টার মধ্যে অপসারণের চ্যালেঞ্জ নিয়েছে সংস্থা দুটি।
সোমবার দুপুরে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নামেন সিটি করপোরেশনের কর্মীরা। রাত ৮টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ভ্যাপসা গরম উপেক্ষা করে বর্জ্য অপসারণে কাজ করছেন তারা। এদিন সকাল ৭টা থেকে রাজধানীতে পশু কোরবানি শুরু হয়।
দুই সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
এছাড়া দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।