স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে অবিশ্বাস্য একজন খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন তাঁর ঢাকা প্রিমিয়ার লীগের সতীর্থ মনোজ তিওয়ারি। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে বল এবং ব্যাট হাতে অলরাউন্ড পারফর্মেন্স উপহার দিয়েছেন সাকিব।
এদিন সাউদাম্পটনে শুরুতে ব্যাটিং করতে নেমে ৫১ রানের দারুণ একটি ইনিংস খেলেন সাকিব। এরপর বল হাতে ধ্বস নামান আফগান শিবিরে। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের আসরে ৫ উইকেট শিকার করেন তিনি।
একই সাথে সেঞ্চুরি এবং ৫ উইকেট পাওয়া ক্রিকেটার হিসেবে কপিল দেব ও যুবরাজ সিংয়ের পাশে নাম লেখান সাকিব। টাইগার অলরাউন্ডারের এহেন কীর্তিতে ভারতীয় ক্রিকেটার তিওয়ারি টুইটারে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।
সাকিবকে অবিশ্বাস্য একজন ক্রিকেটার আখ্যা দিয়ে তিনি লিখেছেন, ‘অবিশ্বাস্য খেলোয়াড়, অবিশ্বাস্য রেকর্ড এবং অবিশ্বাস্য একজন মানুষ। সাবাস সাকিব। নাম্বার ওয়ান স্তম্ভ বাংলাদেশ ক্রিকেট দলের। বাংলাদেশের ক্রিকেটে তাঁর অবদান অতুলনীয়। হ্যাটস অফ তাঁর প্রতি। ভবিষ্যতে সে যেন আরও রেকর্ড গড়তে পারে সেই কামনা করছি, যদিও ভারতের বিপক্ষে নয়। আল্লাহ্ তোমার মঙ্গল করুণ বন্ধু।’
Fabulous player,fabulous record nd fabulous Guy.Well done
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel