আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) আতঙ্ক। নিজেদের নাগরিকত্ব প্রমাণে নথিপত্র ঠিক করছেন রাজ্যের জনগণ। এছাড়া নতুন নথিপত্র সংগ্রহ ও ভুল সংশোধন করতে কলকাতা পৌর কর্পোরেশনে ভির জামাচ্ছে অসংখ্য মানুষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, পশ্চিমবঙ্গের এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই মানুষ চাইছেন নিজের নথিপত্র ঠিক করে রাখতে।
এই একই এনআরসি ভয় তাড়া করে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের অনেক মুসলমানকেই। কলকাতার এক কলেজ ছাত্র মেহের আলী নিজের জন্ম সনদে বাবার নামের বানানটি সংশোধন করার জন্য হাজির হয়েছিলেন। এদিকে, দুই সন্তানের মা সাবাহত পারভীন নিজের সন্তানদের নতুন জন্ম সনদ পাওয়ার অপেক্ষায় ভোর ৩টা থেকে কলকাতা পৌর কর্পোরেশনের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন। এনআরসি আতঙ্কে তিনি তাঁর সন্তানদের আগের জন্ম সনদগুলো খুঁজে পাচ্ছেন না। তাই আবার তা সংগ্রহ করতেই লাইনে দাঁড়ান।
উল্লেখ্য, এনআরসি হল একটি স্বাধীন ও প্রযুক্তি পরিচালিত প্রক্রিয়া যার মাধ্যমে নাগরিকত্ব নিশ্চিত করা যাবে। এ প্রক্রিয়া চালিত হচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। কিন্তু এনআরসির নিয়মানুসারে কোনও ব্যক্তি যদি বিদেশি ট্রাইব্যুনাল দ্বারা বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে থাকেন। কোনও ব্যক্তি যদি স্থানীয় নির্বাচনী আধিকারিক দ্বারা ডি ভোটার বলে চিহ্নিত হয়ে থাকেন অথবা যদি কোনও ব্যক্তি বা তার উত্তরসূরীর যদি লিগ্যাসি সংক্রান্ত বিষয় বিদেশি ট্রাইব্যুনালে মুলতুবি থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এনআরসি আপডেট প্রক্রিয়া থেকে বাদ রাখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।