‘কোলের বাচ্চাটা কার?’ শ্রাবন্তীর সৌন্দর্যকে ছাপিয়ে গেল এই প্রশ্ন

'কোলের বাচ্চাটা কার?' শ্রাবন্তীর সৌন্দর্যকে ছাপিয়ে গেল এই প্রশ্ন

বিনোদন ডেস্ক : থাই-স্লিট কালো গাউনে উপচে পড়ল টলিউডের মিষ্টি মেয়ে শ্রাবন্তীর গ্ল্যামার। বিশেষ মানুষের জন্মদিনে এমন ফাটাফাটি সাজ নায়িকার। নেটিজেনদের চোখ গোলগোল শ্রাবন্তীর কোলের এই মিষ্টি বাচ্চাকে দেখে, নায়িকার মুখের সঙ্গে ভীষণ মিল এই খুদের। চেনেন তাঁকে?

'কোলের বাচ্চাটা কার?' শ্রাবন্তীর সৌন্দর্যকে ছাপিয়ে গেল এই প্রশ্ন

তৃতীয় বিয়ে ভাঙা থেকে অভিরূপের সঙ্গে নতুন প্রেমের গুঞ্জন, শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন সবসময় সংবাদ শিরোনামে। যদিও ট্রোলারদের পাত্তা দেন নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শ্রাবন্তীর একগুচ্ছ গ্ল্যামারাস ছবি।

কালো রঙা এক কাঁধ খোলা গাউনে গর্জাস শ্রাবন্তী। থাই-স্লিট শরীরচাপা গাউনে ঝরে পড়ছে তাঁর যৌন আবেগদন। চোখের ইশারায় ঘায়েল করলেন অভিনেত্রী। তবে এদিন শ্রাবন্তীর কোলে এক মিষ্টি বাচ্চাকে দেখে কটাক্ষ করতে ছাড়ল না ট্রোলাররা।

শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করে কটাক্ষ শুনতে হল শ্রাবন্তীকে! কেউ লিখেছেন, ‘এই বাচ্চাটা কার?’ কেউ লিখেছেন, ‘শ্রাবন্তী আবার মা কবে হল?’ তবে শুধু নেতিবাচক কমেন্টই নয় অভিনেত্রীর অনুগামীরা নায়িকার প্রশংসা করেছেন।

শ্রাবন্তীর মতোই দেখতে সেই শিশুটিকেও এমনটাই মন্তব্য করেছেন তাঁর ভক্তরা। আসলে এই মিষ্টি বাচ্চাটি কে জানেন?

এই খুদের নাম শিরীষ। শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষের একমাত্র পুত্র সে। গত বছর সেপ্টেম্বরেই জন্মেছিল এই একরত্তি। এক বছর পূর্ণ করল শ্রাবন্তীর বোনপো। সেই উপলক্ষ্যেই ঘরোয়া পার্টির আয়োজন করেছিল নায়িকার পরিবার।

১৮ বছর পর শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য এসেছিল গত বছর। শিরীষের জন্মদিনের পার্টিতে হাজির ছিল শ্রাবন্তী পুত্র, তাঁর গার্লফ্রেন্ড দামিনীও। ক্যামেরার সামনে দর্শন দেননি অভিরূপ!

ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বোনপোর জন্মদিনের পার্টিতে লেন্সবন্দি শ্রাবন্তী। শ্রাবন্তীরা দুই বোন, ছোট থেকেই অভিনেত্রীর সবচেয়ে কাছের বন্ধু তাঁর দিদি। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ের বাঁধনে বাঁধা পড়েছিলেন স্মিতা ও সুজয়। শ্রাবন্তীর দিদি, জামাইবাবুও অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকেছেন দীর্ঘদিন। শপথ’ নামের একটি ছবিতে অভিনয়ের পাশাপাশি ‘মৌচাক’ ধারাবাহিকে কাজ করেছেন স্মিতা।

মাঝেমধ্যেই বোনপোর মিষ্টি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন মাসিমণি শ্রাবন্তী। এখন নায়িকার পরিবারের মধ্যমণি এই খুদে রাজপুত্তর।

ছাগলকে বিয়ে করলেন সাইফুল, কারণ জানালেন নিজেই