জুমবাংলা ডেস্ক :স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন উপকূল অঞ্চলের নিরাপত্তায় নিয়োজিত কোস্টগার্ডকে আরও শক্তিশালী করছে সরকার। অন্যান্য বাহিনীর মতো কোস্টগার্ডকেও বিশেষ গুরুত্ব দিয়ে এর উন্নয়নে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোস্টগার্ডের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘নতুন সরঞ্জামাদি ও কোস্টগার্ডের জনবল বাড়ানো হয়েছে। একইভাবে আরও কীভাবে জনগণের উপকারে আসে এবং বাহিনীকে শক্তিশালী করা যায় সে বিষয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক বলেন, ‘বর্তমানে এ বাহিনীকে সুসংহত ও সংগঠিত করতে সরকার যে ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন বাহিনীর প্রধানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কাজের সফলতা স্বীকৃতিস্বরূপ পুরস্কার তুলে দেন কোস্টগার্ড সদস্যদের হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।