স্পোর্টস ডেস্ক : আগামী ২ জুলাই মুখোমুখি মাঠে নামবে বাংলাদেশ-ভারত। যদিও ইতিমধ্যেই ছয় ম্যাচের ৫ জয়ে ১১ পয়েন্ট তোলা ভারতের শেষ চার প্রায়ই নিশ্চিত। তাই পরবর্তী একটি ম্যাচে জিতলেই হবে তাদের।
তবে বাংলাদেশ দলের জন্য ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ হলেও ভারতের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়।
আর তাই বাংলাদেশের বিপক্ষের ম্যাচে ভারতের কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়রকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু টাইগার বাহিনীর সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ম্যাচটিতে জয়ের কোন বিকল্প নেই।
অপরদিকে এই ব্যাপারে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেন, ভারত কখনোই চায় না পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনাল খেলুক। তাদের দুই ম্যাচ রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। এমনকি সেই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন কোহলিসহ দলের দুই একজন সিনিয়র খেলোয়াড়।
তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ইচ্ছা করে হেরে যায় তাহলে কেউ কিছু বলতে পারবে না। কারণ তারা তো সত্য স্বীকার করতে ভয় পায়। দেখবেন, পরের ম্যাচগুলোতে ভারত এমন করে খেলবে যে, কেউ বুঝতেই পারবে না ম্যাচে কী হচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে যেমন দেখা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।