স্পোর্টস ডেস্ক: ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। এবছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে আশা জাগিয়েও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। তাই তাদের এখন চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
টিম ইন্ডিয়া দীর্ঘদিন ধরে আইসিসির কোন টুর্নামেন্ট জিতেনি। শেষ ২০১৭ সালে আইসিসি চ্যামপিয়নস ট্রফির ফাইনাল খেলেছিলো ভারত। তবে সেখানেও ব্যর্থ হয় ট্রফি জিততে। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচটি পাকিস্তান জিতে যায় অনায়াসেই।
ভারত কোনো ট্রফি না জেতায় এখন সেদিকে তাকিয়ে রয়েছেন তাদের ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেটের প্রতি ভালোবাসায় এবার অস্ট্রেলিয়ায় পাড়ি দেবেন সমর্থকদের অনেকেই। আর তাই নিজেদের হানিমুনও বাতিল করে দিয়েছেন কেউ কেউ।
এক সমীক্ষায় জানা গেছে, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৪২ শতাংশ ভারতীয় ক্রিকেট সমর্থক নিজেদের মধুচন্দ্রিমা বাতিল করে দিয়েছেন। শুধু তাই নয়, বিরাট কোহলিদের খেলা দেখতে চাকরি ছাড়তেও প্রস্তুত তারা।
১৮ থেকে ২৯ বছর বয়সী প্রায় ২৩ হাজার ভারতীয় ক্রীড়া সমর্থকের ওপর সমীক্ষা চালিয়েছে বুকিংডটকম। তাতেই উঠে এসেছে এ তথ্য। সংস্থাটি জানিয়েছেন, ২০২০ অলিম্পিক ও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রিকেট রসিকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
সমীক্ষায় দেখা গেছে, ভারত বিশ্বকাপের ফাইনালে পৌঁছলে এর মধ্যে ৪১ শতাংশের চাকরি চলে যেতে পারে। কারণ কাজ ছেড়ে ভারতীয় দলকে সমর্থন করতে অস্ট্রেলিয়ায় যাবেন ওই সমর্থকরা।
এ জন্য হানিমুন বাতিল করতে হবে ৪২ শতাংশ ভারতীয় ক্রিকেট রোমান্টিকদের। শুধু সমর্থকরা নন, পারিবারিক অনুষ্ঠানে থাকার চেয়ে খেলার মাঠে থাকতে পছন্দ করেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।