স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য কোহলিদের স্লেজিং করতে ভয় পায় অজিরা! কিছুদিন আগে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাবেক বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। এবার ক্লার্ককে তার পালটা জবাব দিলেন ভারতীয় সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।
ক্লার্কের সমালোচনা করে লক্ষ্মণ বলেন, কোহলিদের সঙ্গে বন্ধুত্ব করে আইপিএলে সুযোগ পাওয়া যায় না।
বাইশ গজে আগ্রাসন! শরীরী ভাষায় প্রতিপক্ষকে হুমকির সম্মুখীনে ফালানোই হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের চিরাচরিত চরিত্র। ক্রিকেটীয় পরিভাষায় যাকে অনেকেই বলে থাকেন স্লেজিং!
কিন্তু সাম্প্রতিককালে দেখা গিয়েছে বিরাট কোহলিকে বোলিং করার ক্ষেত্রে অজিদের সেই আগ্রাসন দেখা যায় না! এমনটা পর্যবেক্ষণ করেছেন সাবেক অজি অধিনায়ক ক্লার্ক।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে বিরাট কোহলির ভারত। ২০১৮-১৯ সালে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতার পরেই এমন মন্তব্য করেন ক্লার্ক। তার মতে, কোহলিদের খুব বেশি স্লেজিং করলে আইপিএলে বড় অঙ্কের চুক্তি পাওয়া যাবে না, এই মনোভাব কাজ করেছে অজি ক্রিকেটারদের মধ্যে।
ক্লার্কের এই মন্তব্যের প্রেক্ষিতে ভিভিএস লক্ষ্মণ বলেন, কারোর সঙ্গে ভাল ব্যবহার করলে আইপিএলে খেলা হয়ে যায় না। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দেখে, একজন ক্রিকেটারের সামর্থ্য। সে দলের জন্য কতটা প্রয়োজনীয় কিংবা কি অবদান রাখতে পারবে দলে। দলের জয় এনে দেবে। স্বাভাবিকভাবে এই ধরনের ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। ভালো ব্যবহার করলে আইপিএল দল পাওয়া যায় না।
তিনি আরও বলেন, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব থাকলেই আইপিএলের দলে সুযোগ পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। একটা দলের নিলামের সময় থাকার অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.