স্পোর্টস ডেস্ক : লেভার কাপে রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলার পরই আগাম ঘোষণা অনুযায়ী টেনিস ক্যারিয়ারের ইতি টানেন রজার ফেদেরার। তার অবসরে শুধু টেনিসেই নয়, ক্রীড়াঙ্গনের অন্য ক্ষেত্রেও শোনা গেছে হাহাকার। কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার ছয়দিন পর তাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন বিরাট কোহলি। ভারতের সেরা ক্রিকেটারের বিশেষ বার্তায় অভিভূত হয়ে সাড়া দিয়েছেন ফেদেরারও।
বুধবার সুইশ তারকার উদ্দেশ্যে টুইটারে ৫৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন কোহলি, যা শেয়ার করেছে এটিপি ট্যুর। ক্যাপশনে লেখা, ‘চমৎকার সব স্মৃতির জন্য তোমাকে ধন্যবাদ, রজার।’ ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘হ্যালো রজার, আপনাকে এই ভিডিও পাঠাতে পারা আমার জন্য বিশাল সম্মানের। আপনাকে অভিনন্দন একটি অবিশ্বাস্য ক্যারিয়ারের জন্য যেটা আমাদের অনেক সুন্দর মুহূর্ত ও স্মৃতি উপহার দিয়েছে।’
কোহলি আরও বলেন, ‘২০১৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। আমি আমার জীবনে সেটা কখনও ভুলবো না। আপনাকে খেলতে দেখে একটা জিনিস উপলব্ধি করলাম, শুধু টেনিসের নয়, বিশ্বের এত এত মানুষ, শুধু আপনাকে ভালোবাসে, সমর্থন করে এবং এই ধরনের একতা আমি আর কোনও ক্রীড়াবিদের জন্য কখনও দেখিনি। এটা তৈরি হয় না, কখনও তৈরি করা যায় না।’
কোহলি বলতে থাকেন, ‘আপনার সেই বিশেষ ক্ষমতা সবসময় ছিল। কোর্টে আপনি যে আভা এনেছিলেন, তা অতুলনীয়। আমার কাছে আপনি সবসময় সর্বকালের সেরা থাকবেন। আমি নিশ্চিত আপনার জীবনের পরের ধাপে আপনি ঠিক ততটাই উপভোগ ও মজা করবেন, যতটা করেছিলেন কোর্টে। আমি আপনাকে ও আপনার পরিবারকে শুভ কামনা জানাই, নিজের প্রতি খেয়াল রাখবেন।’
২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরারের নজর এড়ায়নি কোহলির এই ভিডিও। অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ কোহলি, আমি আশা করি শিগগিরই ভারতে আসছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।