Advertisement
চলতি বিশ্বকাপে আজ মাঠে নেমেছিল ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে ইংল্যান্ড। ৩৩৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৬ রান করে ভারত। ফলে ৩১ রানে জয় পায় ইংল্যান্ড।
দল হারলেও এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টানা পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছেন কোহলি। কোহলির আগে এই মাইলফলক স্পর্শ করেছেন স্টিভেন স্মিথ।
২০১৫ বিশ্বকাপ আসরে তিনি টানা পাঁচ ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েছিলেন। সেই আসরে আফগানিস্তান, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ডের বিপক্ষে টানা পাঁচটি হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মিথ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।