জুমবাংলা ডেস্ক : অবশেষে বাড়ি ফিরলেন খুলনায় কোয়ারেন্টিনে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ধর্ষণের শিকার সেই তরুণী। বুধবার রাত ৯টায় খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টার থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। কোয়ারেন্টিন সেন্টার থেকে বাড়ি ফিরেছেন ওই তরুণী।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী বলেন, ১৪ দিন কোয়ারেন্টিন ও আইনি প্রক্রিয়া শেষে বুধবার রাতেই ছাড়পত্র দেওয়া হয়। এরপর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, খুলনার পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে ধর্ষণের শিকার হয়েছেন- এ অভিযোগ তুলে সোমবার এএসআই মোকলেছুরের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণী। এদিকে মামলার পরপরই এক বিবৃতির মাধ্যমে মোকলেছুরকে বরখাস্ত করার কথা জানায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।