আন্তর্জাতিক ডেস্ক : করোনাকালে অনেক অস্বাভাবিক ঘটনার কথা আমরা জেনেছি। তবে কোয়ারেন্টিন সেন্টারে করোনা রোগীকে ধর্ষণের ঘটনা সবাইকে অবাক করেছে। আমানবিক এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে।
ভারতে সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের হার মহারাষ্ট্র রাজ্যে। এর ফলে প্রশাসনিকভাবে সেখানে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। কিন্তু এর মধ্যেই রাজ্যের একটি কোয়ারেন্টিন সেন্টারে করোনা সংক্রমিত নারীর ধর্ষণের খবর সামনে এলো। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে এরই মধ্যে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে পানভেলের একটি সেন্টারে। অভিযুক্তের বয়স ২৫ বছর, তার নাম শুভম খাতু। নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ওই নারীর ঘরে ঢোকে অভিযুক্ত শুভম। এরপর তাঁকে ধর্ষণ করে বলে জানা গেছে। পরদিন সকালে ওই নারী অভিযোগ দায়ের করেন।
যদিও অভিযুক্তকে এখনো পুলিশি হেফাজতে নেওয়া হয়নি। তার করোনা রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তিও ওই কোয়ারেন্টিন সেন্টারেই ছিল। তার রিপোর্টের জন্য এই মুহূর্তে সবাই অপেক্ষা করছে। যদি তার রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে। আনুষঙ্গিক তদন্ত এরই মধ্যে শুরু হয়েছে।
সূত্র : কলকাতা২৪।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।