বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতায় একটি চুক্তিতে পৌঁছেছে কোয়ালকম ও ফেরারি। চুক্তির অংশ হিসেবে স্পোর্টসকার নির্মাতা ফেরারির ভবিষ্যৎ স্মার্টকারে যোগ হবে কোয়ালকমের প্রযুক্তি। এছাড়া ফেরারির ফর্মুলা ওয়ান রেসিং টিমের গাড়ির গায়ে বসবে স্ন্যাপড্রাগনের লোগো। খবর দ্য ভার্জ।
চুক্তির অংশ হিসেবে ভবিষ্যতে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন ডিজিটাল চেসিস’ স্যুট ব্যবহারের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে ফেরারি। তবে দ্রুতগতির বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি স্ন্যাপড্রাগনের কোন প্রযুক্তি ব্যবহার করবে বা কোন গাড়িগুলোয় ওই প্রযুক্তি ব্যবহার হবে, সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি প্রযুক্তিবিষয়ক সাইটটি।
গাড়ি শিল্পের জন্য তৈরি নিজস্ব সেবাগুলো স্ন্যাপড্রাগন ডিজিটাল শ্যাসি ব্র্যান্ডের অধীনে বাজারজাত করে কোয়ালকম। ওই ব্র্যান্ডের অধীনে আছে স্ন্যাপড্রাগন রাইড, স্ন্যাপড্রাগন ককপিট ও স্ন্যাপড্রাগন অটো কানেক্টিভিটি।
স্মার্টফোন বাজারের মতো অটোমোটিভ শিল্পে কোয়ালকম পণ্যের ব্যাপক বিস্তারে এখনো দীর্ঘ সময় লাগবে বলে মনে করেন বিশ্লেষকরা।
ফ্রিল্যান্সাররা যেভাবে প্রতিদিন একটি মোবাইল জিতে নিতে পারবেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।