স্পোর্টস ডেস্ক: চলতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের সবচেয়ে বড় বিজ্ঞাপন নিশ্চিতভাবেই দ্বিতীয় ইনিংসের ১৯তম ওভারটি। যেখানে শেষ তিন বলে তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড।
এই তিন ছক্কার ঠিক আগের বলেই ডিপ মিড উইকেট অঞ্চল ক্যাচ দিয়েও বেঁচে যান ওয়েড। দৌড়ে এসেও সেই ক্যাচটি তালুবন্দী করতে পারেননি হাসান আলি। ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এই ক্যাচ মিসকেই বলেছেন ম্যাচের বড় টার্নিং পয়েন্ট।
তবে ম্যাচের নায়ক ম্যাথু ওয়েডের মতে ম্যাচের টার্নিং পয়েন্ট এই ক্যাচ নয়, বরং একপ্রান্ত আগলে রেখে খেলা মার্কাস স্টয়নিসের ৩১ বলে ৪০ রানের ইনিংসটিই ছিল টার্নিং পয়েন্ট। ম্যাচ শেষে স্টয়নিসের উচ্চ প্রশংসাই করেছেন ওয়েড। এ দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৪০ বলে ৮১ রান করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্যাচ মিসের ব্যাপারে হতাশা প্রকাশ করে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘আমরা যদি সেই ক্যাচটি ধরতে পারতাম, তাহলে হয়তো এটিই পার্থক্য গড়ে দিতো। তবে পুরো আসরে আমরা যেভাবে খেলেছি, অধিনায়ক হিসেবে আমি সন্তুষ্ট।’
বাবরের সঙ্গে একমত হতে পারেননি ১৭ বলে ৪১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতা ওয়েড। তিনি বলেছেন, ‘আমার মতে, যে সময় ক্যাচটা ছুটেছে তখন আমি মোটামুটি আত্মবিশ্বাসী ছিলাম যে সেখান থেকে ম্যাচটি এমনিতেও জিততে পারতাম আমরা।’
তবে ক্যাচটি আরও আগে পড়লে ভিন্ন কিছু হতে পারতো বলে মনে করেন ওয়েড, ‘যদি ৩-৪ ওভার বাকি থাকতে এমনটা হতো, তাহলে হয়তো এটি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারতো। তবু আমি আত্মবিশ্বাসী থাকতাম কারণ স্টয়নিস উইকেটে ছিল। তাই ক্যাচ মিসের কারণে ম্যাচ জিতেছি বলবো না আমি।’
এসময় স্টয়নিসের প্রশংসায় তিনি আরও বলেন, ‘স্টয়নিস দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। এই ইনিংসের ফলেই আমরা রান তাড়ার দিকে এগিয়ে গিয়েছি। সে যেভাবে খেলেছে তা আমাকে স্বাধীনতা দিয়েছে এবং শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পেরেছি। সত্যি বলতে স্টয়নিসের ব্যাটিংটাই ছিল টার্নিং পয়েন্ট।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।