জুমবাংলা ডেস্ক : মহান মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের বৈমানিক বীর উত্তম ক্যাপ্টেন আকরাম আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।
শেখ হাসিনা শোক বার্তায় বাংলাদেশ বিমান বাহিনী গঠনে ক্যাপ্টেন আকরাম আহমেদের বলিষ্ঠ পদক্ষেপ এবং মহান মুক্তিযুদ্ধে এ অকুতোভয় বীর মুক্তিযোদ্ধার অনন্য অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান এ বীর মুক্তিযোদ্ধা। তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্বাধীনতাযুদ্ধে শত্রুসেনা নিয়ন্ত্রিত অঞ্চলে ক্ষতিসাধনে যে ৯ জন পাইলট ব্যাপক অবদান রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম আকরাম আহমেদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।