বিনোদন ডেস্ক: ক্যামেরা চালু রেখেই প্রকাশ্যে ঘনিষ্ঠ হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দম্পতি রাজ-শুভশ্রী। আলোচিত ওই বিশেষ দৃশ্যের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শনিবার ঘরোয়া পার্টিতে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন রাজ-শুভশ্রী। আর সেই হাউজ পার্টির ফাঁকেই রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল জুটিকে। লাভ আজ কাল ছবির ‘সায়েদ’ গানে পরস্পরকে বাহুডোরে আগলে নাচছিলেন দুজনে। শুভশ্রীর পরনে ডেনিম শর্টস, আর সবুজ রঙা সোয়েট টি-শার্ট, রাজের দেখা মিলল ঘন নীল রঙা ফ্লুল স্লিভস শার্ট আর ব্লু ডেনিম।
নেটদুনিয়ায় উষ্ণতা চড়ানো রাজ-শুভশ্রীকে টলিউডের হ্যাপেনিং কাপল উল্লেখ করে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আদরের চাদরে হামেশাই পরস্পরকে মুড়ে দেন এই জুটি। এই মামলায় কুছ পরোয়া নেই তাদের, ক্যামেরা চালু আছে কিনা সেই খেয়াল রাখেন না এই দম্পতি।
নাচের মধ্যেই কখনও শুভশ্রী রাজকে জাপটে ধরে তার ঠোঁটে চুমু খেলেন, কখনও আবার বউয়ের সঙ্গে লিপ লকে মজে ব্যারাকপুরের তারকা বিধায়ক। আর রোম্যান্টিক এই মুহূর্ত ক্যামেরা বন্দি করেছেন অভিনেত্রী বরখা বিসত। হু হু করে ভাইরাল সেই ভিডিও।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজ-শুভশ্রীর সঙ্গে দারুণ বন্ধুত্ব আরব সাগর পারের এই নায়িকার। সায়ন্তনী ঘোষের বিয়েতে যোগ দিতেই আপতত কলকাতায় বরখা।
গত বছর সেপ্টেম্বরেই মা হয়েছেন অভিনেত্রী শুভশ্রী। তার এখন যাবতীয় ব্যস্ততা এক বছরের ছেলেকে ঘিরেই। তার ছেলেকে কোলে নিয়েও তিনি নাচ করেন প্রায়ই। এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, নাইটি পরে ছেলেকে কোলে নিয়ে গান গাইছেন শুভশ্রী। তবে ওই ভিডিওতে তার পোশাক নিয়ে নেটিজেনরা চরম ক্ষুব্ধ হন। অনেক ভক্ত তার ওই আচরণে হতাশা ও বিরক্তি প্রকাশ করেন। ভিডিওটি প্রকাশের পর নিন্দার ঝড় বইয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
গত বছর সেপ্টেম্বরেই প্রথমবার মা বাবা হয়েছেন রাজ-শুভশ্রী। এখন অভিনেত্রী শুভশ্রীর যাবতীয় ব্যস্ততা ঘিরে রয়েছে এক বছরের ইউভানকে ঘিরেই। কিন্তু এই সবরে মাঝেও স্বামীর সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভোলেন না তিনি। ইউভানকে সামলে সমস্ত অভিনয়ের কাজ সামলে ঠিক সময় বার করে নেন নিজেদের জন্য। একদিকে অভিনয়ের কেরিয়ার, সন্তান, সংসার- তিনটে দারুণভাবে ব্যালেন্স করছেন শুভশ্রী। আগামী জানুয়ারি মাসেই মুক্তি পাচ্ছে রাজ-শুভশ্রী জুটির নতুন ছবি ‘ধর্মযুদ্ধ’। করোনার জেরে দীর্ঘদিন আটকে থাকার পর আগামী ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তীর এই নতুন ছবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।