গুগলের পিক্সেল ৭ প্রো স্মার্টফোনের ক্যামেরায় উল্লেখযোগ্য ফিচার যোগ করেছে। স্মার্টফোনের মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। samsung এর gn1 সেন্সর ব্যবহার করা হয়েছে । টেলিফটো ক্যামেরা স্মুথ এবং ন্যাচারাল যেনো হয় সেজন্য অ্যাপাচার অনেক কমিয়ে নিয়ে আসা হয়েছে।
আলট্রা-ওয়াইড ক্যামেরায় কিছু ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা হয়েছে। ফিল্ড অফ ভিউ আগে ১১৪ ডিগ্রি থাকলেও বর্তমানে তা ১২৬ ডিগ্রি। এটির অটোমেটিক ম্যাক্রো মোড আপনাকে অবজেক্টে সনাক্ত করতে সহায়তা করবে।
হ্যান্ডসেটের টেলিফটো ক্যামেরার সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। গুগলের সুপার রেজুলেশন টেকনোলজির সাহায্যে আপনি কোন অবজেক্টকে ৩০ গুন পর্যন্ত জুম করে দেখতে পারবেন।
গুগলের ক্যামেরায় মেশিন লার্নিং পাওয়ার সিস্টেম যোগ করা হয়েছে । এর ফলে ম্যাজিক ইরেজার এবং আনব্লার অপশন উপভোগ করতে পারবেন। এই স্মার্টফোনের ক্যামেরায় নাইট মোড ফিচার অসাধারণ পারফর্ম করছে।
নাইট মোড ফিচারের কল্যাণে রাতের বেলায় অসাধারণ ছবি তুলতে পারবেন। ছবি হবে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও স্পষ্ট। তবে অন্যান্য স্মার্টফোনের মত এখানে ম্যানুয়াল কন্ট্রোলের সিস্টেম নেই।
দিনে ও রাতে যেকোনো সময় আপনি চমৎকার ছবি তুলতে পারবেন। আবহাওয়ার পরিস্থিতি যেমনই হোক না কেন আপনি ছবির মধ্যে অনেক ডিটেইল ইনফরমেশন খুঁজে পাবেন। ছবির গভীরতা আপনাকে মুগ্ধ করবে।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্মার্টফোনের ক্যামেরা লেন্স ছবির চার কর্নারের অংশ ভালোমতো সনাক্ত করতে পারে না। তবে পিক্সেল ৭ প্রো এক্ষেত্রে অসাধারণ পারফর্ম করেছে।
স্মার্টফোনটির আলট্রা-ওয়াইড লেন্সের সাহায্যে আপনি এমন সব ছবি তুলতে পারবেন যেখানে কালারের কম্বিনেশন আপনাকে মুগ্ধ করবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে আপনি যদি একটি লাল রঙের পাতার ছবি তুলেন তাহলে পাতার শিরা-উপশিরা সবকিছু স্পষ্টভাবে ছবিতে ফুটে উঠবে। খাবারের ছবি তোলার ক্ষেত্রেও আপনি একই ফিচার উপভোগ করতে পারবেন।
পিক্সেল ৭ প্রো স্মার্টফোনের স্ট্যাবালাইজেশন ফিচার অনেক ভালো পারফর্ম করছে। আপনি যদি ৩০ গুন পর্যন্ত একটি ছবি যোগ করেন তাহলে রেজুলেশন তেমন কমে যাবে না।
স্মার্টফোনটির ক্যামেরায় ভিডিও সেটিং এ অনেক অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। আপনি ইচ্ছা করলে পুরো ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারবেন। পাশাপাশি এটির মোশন মোট এবং নাইট সাইট মোড আপনাকে মুগ্ধ করবে। স্মার্টফোনটি অক্টোবরের ১৩ তারিখে বাজারে রিলিজ করা হয়েছে। এটির দাম ৭৪ হাজার রুপি ও ৯০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।