Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ক্যামেরুনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরো ১৮ জন। দেশটির পশ্চিমাঞ্চলীয় নেমেলে গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। খবর আল জাজিরার।
ওই অঞ্চলের সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা আবসালম মনোনো বলেন, ৭০ আসনের বাসটি ফৌম্বান শহর থেকে রাজধানী ইয়াওনডে দিকে যাচ্ছিল। স্থানীয় সময় রবিবার রাত ২ টা নাগাদ রাস্তায় এক ভিড় এড়াতে গিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধে বাসের।
তিনি আরো বলেন, বেশিরভাগ যাত্রী তাদের পরিবারের সঙ্গে নতুন বছর উদযাপনের সময় কাটাতে বাড়ি যাচ্ছিল, কেউ বড়দিন পালন শেষে বা কেউ নতুন বছরের উপহার কিনে ফিরছিলেন।
দুর্ঘটনার পর ওই গ্রামের বাসিন্দারা সাহায্য করার জন্য সেখানে ছুটে আসে। ঐ বাসে ৬০ জনের বেশি যাত্রী ছিলেন।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।