স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে ইউরোপীয় ৫ শীর্ষ ঘরোয়া লিগ মাঝপথেই স্থগিত করা হয়েছে। ফের কবে ফুটবল লিগ শুরু হবে তার কোনো খবর নেই। কিন্তু বার্সেলোনার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি ঠিকই খবরে আছেন।
সম্প্রতি, স্প্যানিশ ক্লাব বার্সেলোনা নেতিবাচক কারণে খেলার দুনিয়ায় শিরোনামে এসেছে। বার্সার ছয়জন পরিচালক পদত্যাগ করেছেন। ক্লাবের আর্থিক স্বচ্ছতা নিয়েও উঠেছে প্রশ্ন। খেলোয়াড়দের বেতনা নিয়েও তৈরি হয়েছে ঝামেলা। এরই মাঝে মেসি বিষয়ক সেই গুঞ্জন ফের উঠেছে।
বলা হচ্ছে, মেসি এবার বার্সা ছেড়েই দিচ্ছেন। যোগ দিবেন ম্যানচেস্টার সিটিতে। যেখানে আছেন তার পুরনো গুরু পেপ গার্দিওলা। তবে বার্সার হেড কোচ কিকে সেতিয়েন সাফ জানিয়েছেন, মেসি কোথাও যাবে না। ন্যু ক্যাম্পেই, বার্সার জার্সি গায়ে সে তার ক্যারিয়ার শেষ করবে।
বার্সার সাম্প্রতিক সমস্যা ও পদত্যাগ বিতর্ক প্রসঙ্গে সেতিয়েন বলেন, বড় ক্লাবে এমনসব ঘটনা ঘটতেই পারে। দুর্ভাগ্যের বিষয় হলো এই খবর গুলো মিডিয়ায়ও চলে এসেছে। সাধারণত এসব বিষয়ের সমাধান নীরবেই করা উচিত।
মেসি প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ক্লাবে সম্প্রতি যা ঘটেছে তার প্রেক্ষিতে মেসির মতো একজন খেলোয়াড় ক্লাব ছেড়ে দিবে-আমি তেমনটা মোটেও ভাবছি না। আমি নিশ্চিত মেসি ন্যু ক্যাম্পেই তার ক্যারিয়ার শেষ করবে।
স্থগিত হয়ে পড়া লা লিগায় এখনো রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে। লিগে এখনো ৯টি ম্যাচ বাকি আছে। যদি বাকি ম্যাচ আর মাঠে না গড়ায় তাহলে পয়েন্টে এগিয়ে থাকার হিসেবে বার্সেলোনাই কি সম্ভাব্য চ্যাম্পিয়ন?
এমন প্রশ্নে বার্সেলোনা কোচের প্রতিক্রিয়াটা বেশ পেশাদারের মতো ছিল। তিনি বলেন, আমি অবশ্যই লিগে চ্যাম্পিয়ন হতে চাই। তবে মাঠে খেলেই শিরোপা জিততে চাই। আমি জানি না চলতি লিগে আমরা কবে মাঠে ফিরব। অথবা আদৌ আমরা লিগ শেষ করতে পারব কিনা। রিয়াল মাদ্রিদের চেয়ে এগিয়ে থাকলেও আমি নিজেকে এমন অবস্থায় পুরোপুরি চ্যাম্পিয়ন মানতে পারব না। আমি ক্লাবে কোচের দায়িত্ব নেওয়ার আগে থেকেই বার্সা এই লড়াইয়ে এগিয়ে ছিল।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.