স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সঙ্কটের মধ্যে অন্য সবার মতো বাসাতেই সময় কাটছে মাশরাফী বিন মোর্ত্তজার। তবে খেলা নিয়েই আছেন তিনি। সেটা ক্রিকেট নয়; ক্যারম। প্রতিদ্বন্দ্বী ছেলে সাহেল মোর্ত্তজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যারামে তীব্র প্রতিদ্বন্দ্বিাতাপূর্ণ লড়াইয়ে ছেলের কাছে হেরে গেছেন জাতীয় ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক।
‘ম্যাশবুক’ নামের এক ফেইসবুক পেজে শুক্রবার রাতে পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যারম লড়াইয়ে প্রথমে টপাটপ গুটি পকেট করে এগিয়ে যান কালো গুটির মাশরাফী। একপর্যায়ে বোর্ডে তার গুটি অবশিষ্ট ছিল মাত্র একটি। সাদা গুটি নিয়ে খেলা সাহেলের অবশিষ্ট ছিল আটটি।
এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে বাবাকে হতাশ করল সাহেল। লাল গুটির পূর্ণ ৫ পয়েন্ট নিজের করে নিয়ে টানা সাদা গুটি পকেট করতে থাকে জুনিয়র মাশরাফী। বিপরীতে ওই এক গুটি নিয়ে বসে থাকেন মাশরাফী। শেষ পর্যন্ত বাবাকে ওই অবস্থায় রেখেই জয় তুলে নেয় ছোট্ট সাহেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


