স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের শুরুটা দারুণ করল শ্রীলঙ্কা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে করুনারাত্নের দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৪ রানের বড় জয় পেয়েছে তারা।

৮ উইকেটে ৩২৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা লঙ্কানরা পঞ্চম দিনে ৯ উইকেটে ৩৪৫ রানে ইনিংস ঘোষণা করে। ২৬২ বলে ১৫৫ রান করে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। ওয়েস্ট ইন্ডিজদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯৭ রান।
সেই লক্ষ্য করতে নেমে শুরুতে ৪৯ রানের জুটি গড়ে প্রতিরোধের আভাস দিয়েছিলেন এনক্রুমাহ বোনার ও জার্মেইন ব্ল্যাকউড। ইনিংসের সর্বোচ্চ ৪৪ রান করেন বোনার, ব্ল্যাকউডের ব্যাট থেকে আসে ৩৬ রান। এছাড়া আর কেউই স্পিনের সামনে টিকতে পারেনি।
এরপর লাসিথ এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে মাত্র ১৩২ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এম্বুলদেনিয়া ও রমেশ দুজনই শিকার করেন পাঁচটি করে উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হাল ধরা ধনঞ্জয়া ডি সিলভা। ১৮ উইকেট শিকার করেন সিরিজ সেরা হয়েছেন রমেশ মেন্ডিস, যিনি এই ম্যাচেই শিকার করেছেন ১১ উইকেট।
এ ম্যাচ দিয়েই শ্রীলঙ্কার প্রধান কোচ হিসেবে মিকি আর্থারকে বিদায় জানাল শ্রীলঙ্কা। সিরিজ জয় শেষে তাই বাড়তি সম্মান দেওয়া হয়েছে তাকে। খেলোয়াড় থেকে শুরু করে সমর্থক সবাই অভিনন্দন জানিয়েছেন বিখ্যাত এই কোচকে।
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৭ রানের বড় জয় পেয়েছিল লঙ্কানরা। এই দুই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথম দুই ম্যাচেই জয় পেল করুনারাত্নের দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


