বিনোদন ডেস্ক : ‘আগুন’ ছবির মাধ্যমে শাকিব খানের বিপরীতে প্রথমবার বড়পর্দায় কাজ করার কথা জাহারা মিতুর। এর আগে ৪০ টিরও বেশি নাটক আর মিউজিক ভিডিওতে দেখা গেছে চট্টগ্রামের মেয়ে মিতুকে। ‘দ্য রিপাবলিক’ ও ‘বিবাহ হবে’ ধারাবাহিক দুটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এর আগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বদলে যায় তার জীবন।
আর এই আগুন ছবির প্রযোজক এনামুল আরমান। ক্যাসিনো কারবারের ‘নিউক্লিয়াস’ হিসেবে পরিচিত মহানগর যুবলীগের দাপুটে এ নেতা ক্যাসিনো থেকে চাঁদা আদায়ের কাজটি নিজ হাতেই করতেন। সেখান থেকে অর্জন করেছেন কোটি কোটি টাকা। তাকে ক্যাসিনো ‘গুরু’ও বলা হয়।
গত ঈদুল আযহায় মুক্তি পাওয়া শাকিব খান ও বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটির প্রযোজক আরমান। এটি আরমানের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম ফিল্ম। এরপর শাকিব খানের বিপরীতে নবাগত জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’ নামের দ্বিতীয় ফিল্মের কাজও শুরু হয় আরমানের প্রযোজনায়।
বেশ ঘটা করে সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁও-এর বলরুমে ছবিটির মহরত হয়ে গেল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট ও সহসভাপতি এনামুল আরমান।
বর্তমানে ক্যাসিনো কাণ্ডে তিনি রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। তাই ‘আগুন’ ছবির অর্থের যোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলচ্চিত্রপাড়ায় ঘুরেফিরে আসছে এই ছবি ও দেশবাংলা মাল্টিমিডিয়ার ভবিষ্যতের কথা। আদৌ কী আর থাকবে দেশবাংলা? শেষ হবে কী ‘আগুন’ ছবির শুটিং?
আর এই অনিশ্চয়তায় ঝুলে গেলো মিতুর রূপালী পর্দায় অভিষেকের তারিখ। চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার শুরুতেই এমন হোঁচটে মিতু ভেঙে পড়বেন এটাই স্বাভাবিক। এ বিষয়ে চেষ্টা করেও মিতুর সাথে যোগাযোগ করা যায়নি।
যদিও পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘আগামীকাল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে কক্সবাজারে শুরু হবে ছবিটির শুটিং। সেখানে অংশ নেবেন ছবির নায়ক-নায়িকা শাকিব ও জাহারা মিতু। পরিকল্পনা মাফিকই কাজ এগিয়ে চলেছে ‘আগুন’ ছবির।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।