অর্থনীতি ডেস্ক : ইরান ও আমেরিকা ইস্যুতে এক সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেল ও স্বর্ণের দাম নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন করে সৃষ্ট উত্তেজনায় গতকাল স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে যায়। এদিন স্বর্ণের স্পটমূল্য ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ১ হাজার ৬০৩ ডলার ২১ সেন্টে। এর আগে দিনের শুরুতে মূল্যবান ধাতুটির দাম ১ হাজার ৬১০ ডলার ৯০ সেন্ট পর্যন্ত ওঠে, যা ২০১৩ সালের মার্চের পর সর্বোচ্চ। এছাড়া ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৬০৫ ডলার ৮০ সেন্টে স্থির হয়।
অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তায় সেফ হ্যাভেন বা আপত্কালীন নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ বিক্রি বেড়ে যায়। যে কারণে গত শুক্রবার ইরানের শীর্ষ জেনারেল হত্যাকাণ্ডের পর ধাতুটির বাজার চাঙ্গা হওয়া শুরু করেছে।
অন্যদিকে মার্কিন ঘাঁটিতে হামলার জেরে স্বর্ণের পাশাপাশি চাঙ্গা হতে শুরু করেছে জ্বালানি তেলের বাজারও। গতকাল ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৫৬ সেন্ট বা ২ দশমিক ৩ সেন্ট বেড়েছে। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট বিক্রি হয়েছে ৬৯ ডলার ৮৩ সেন্টে। যদিও হামলার জেরে এরই মধ্যে জ্বালানিটির দাম ব্যারেলপ্রতি ৭১ ডলার ৭৫ সেন্ট পর্যন্ত উঠেছে।
এছাড়া যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম (ডব্লিউটিআই) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে ব্যারেলপ্রতি ১ ডলার ২৫ সেন্ট বা ২ শতাংশ বেড়েছে। এদিন ডব্লিউটিআই ক্রুডের প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৬৩ ডলার ৯৫ সেন্টে। এর আগে ডব্লিউটিআইয়ের দাম সর্বোচ্চ ৬৫ ডলার ৮৫ সেন্ট পর্যন্ত উঠে আসে, যা গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।