Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলা চালানো অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারেন্ট ওই ঘটনায় রক্ষা পাওয়া ব্যক্তিদের মুখোমুখি হতে যাচ্ছেন।
এরই মধ্যে ট্যারেন্টকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছেন দেশটির আদালত। আগামী সপ্তাহে ঘোষণা করা হবে সাজা।
মার্চ মাসে তার বিরুদ্ধে ৫১ জনকে হত্যা, ৪০ জনকে হত্যাচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বেশ কিছু অভিযোগ আনা হয়।
আগামী সোমবার (২৪ আগস্ট) থেকে ক্রাইস্টচার্চের আদালতে চারদিনের শুনানি শুরু হতে পারে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুনানি ঘিরে কড়া নিরাপত্তা ও গণমাধ্যমে প্রতিবেদনের বিরুদ্ধে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।