স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় আইরিশ ক্রিকেটার হিসাবে অনন্য এক রেকর্ড গড়লেন পল স্টার্লিং। ২০১৯ সালে এমন অনন্য এক রেকর্ড করেছিলেন কেভিন ও’ব্রায়েন। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই রেকর্ডে এবার ভাগ বসালেন পল স্টার্লিং।
আয়ারল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছেন স্টার্লিং।
মঙ্গলবার (২৫ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ১০৩ রানে আউট হন হয়েছেন তিনি।
এর আগে ২০১০ সালে ওয়ানডেতে ও ২০২১ সালে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন তিনি।
২০১৮ সালে টেস্টে অভিষেক হওয়া স্টার্লিং খেলছেন নিজের চতুর্থ ম্যাচ। তাতে তিনি করেছেন ২০৭ রান। ১৪৪টি ওয়ানডের পাশাপাশি ১২৪টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। ওয়ানডেতে ৫ হাজার ২৫৯ ও টি-টোয়েন্টিতে ৩ হাজার ২৭৫ রান করেছেন তিনি। ওয়ানডেতে ২৬ ও টি-টোয়েন্টিতে ২২ ইনিংসে হাফসেঞ্চুরিও করেছেন এ ব্যাটার।
স্টার্লিং সেঞ্চুরির পর কার্টিস ক্যাম্পারও সেঞ্চুরি তুলে নিয়েছে। ১০৪ রানে ব্যাট করছেন কার্টিস ক্যাম্পার। তবে ব্যর্থ হন দলপতি অ্যান্ড্রু বালবার্নি। মাত্র ৫ রানের জন্য তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি তিনি।
এরিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৬৮ রান নিয়ে ব্যাট করছে আয়ারল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।