স্পোর্টস ডেস্ক : এবারের ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। স্টোকসের কাঁধে ভর করেই প্রথমবারের মতো বিশ্বকাপ নিজেদের ঘরে তুলে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৯৯১ সালের ৪ জুন জম্মগ্রহন করেন বেন। তার বাবার নাম জেরার্ড স্টোকস। তিনি ছিলেন একজন সাবেক রাগবী খেলোয়ার। ইংল্যান্ডে একটি রাগবী ক্লাব ওয়ার্কিং টাউন দলের হয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলে মাত্র ১২ বছর বয়সেই বেন তার বাবা-মার সাথে পাড়ি জমান ইংল্যান্ডে।
এরপর থেকেই তার শৈশব এবং ক্রিকেট দুটোই শুরু হয় ইংল্যান্ডে। ২০০৯ সালে বেনের বাবার কোচিং দায়িত্ব শেষ হলে তার মাকে নিয়ে বাবা আবারও ফিরে যান নিউজিল্যান্ডে। কিন্তু বেন থেকে যায় ইংল্যান্ডেই। কেননা, ওই বছরই সে তার একদিনের ক্রিকেট ম্যাচে অভিষেক করে ডারহাম ক্লাবের হয়ে।
বেন ইংল্যান্ডের হয়ে একদিনের ক্রিকেটে ২০১১ সালে অভিষেক করলেও টেস্ট অভিষেক করে ২০১৩ সালের শেষের দিকে। ফর্মে না থাকায় বেন বাদ পড়েন ২০১৫ বিশ্বকাপের ইংল্যান্ড স্কোয়াড থেকে।
অথচ ঠিক চার বছর পর ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের নায়ক বেন নিজেই। তার ব্যাটিং নৈপুন্যে ইংলিশরা পেয়ে যায় প্রথমবারের মতো সোনালী কাপের স্বাদ। বেনের বাৎসরিক আয় কত?
আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় বেন স্টোকস। ২০১৭ সালের আইপিএলে রাইজিং পুনে সুপারজায়েন্ট ক্লাবটি বেন স্টোকসকে দলে নিতে খরচ করেন ১.৭ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৬ কোটি টাকার মতো।
অন্যদিকে পরের আসর ২০১৮ সালের আইপিএলে নতুন করে বেন স্টোকসকে কিনতে মরিয়া হয়ে উঠে রাজস্থান রয়েলস। ১.৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনে ফেলতেও সক্ষম হয় এই ফ্রাঞ্চাইজি।
এছাড়াও ম্যাচ ফি এবং বেতন বাদ দিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে বেন বছরে বেতন পেয়ে থাকে ৯ লাখ ২৫ হাজার ইউরো। বেতন, ম্যাচ ফি, বোনাস, স্পন্সরশীপ ও আইপিএল চুক্তিসহ বেন স্টোকস প্রতি বছর আয় করেন ৮ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ কোটি টাকা।
খবর : সানডে এক্সপ্রেস
ভাষান্তর : মোহাম্মদ আল আমিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।