স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের আক্রমণ ঠেকাতে ক্রিকেটারদের বলে থুতু না লাগানোর পরামর্শ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
আজ (১২ মার্চ) স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ম্যাচ সামনে রেখে এই পরামর্শ দিয়েছে ভারত ক্রিকেট বোর্ড। মূলত বোলিং করার আগে পেস বোলাররা বল চকচকে করানোর জন্য থুতু দিয়ে ট্রাউজারে ঘষেন যেটা বলের সুইংয়ে সাহায্য করে থাকে।
ভারতের ক্রিকেট দলের পেস বোলার ভুবনেশ্বর কুমার বলছেন, ক্রিকেট বলে মার খেলে হবে বোলারের দোষ, কিন্তু বলে যদি থুতু দিয়ে চকচকে না করা যায় সেক্ষেত্রে এটা হতেই পারে।
তবে ভুবনেশ্বর কুমার বলেছেন, ভারতের ক্রিকেট দলের চিকিৎসকরা শেষ পর্যন্ত যা বলবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সিরিজ শুরু হবার আগের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ভুবনেশ্বর কুমার। অবশ্য বলে থুতু দেয়া যাবে কি যাবে না সেটা নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা অন্য কোনো বোর্ড থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।