স্পোর্টস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাশরাফী, তামিম ও মাহমুদুল্লাহদের দেয়া ত্রাণ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
করোনায় অসহায়দের ত্রাণ দিতে গিয়ে লঙ্গাইর ইউপি চেয়ারম্যানের সমর্থকদের হাতে মারধরের শিকার হয়েছেন জাতীয় দলের টিম বয় নাসির মিয়া ও তার দুই ভাই। ঘটনায় পাঁচ জনের নামে মামলা করা হলেও, গ্রেপ্তার হয়নি কেউই।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন, নাসির ২০-২২ বছর ধরে ক্রিকেট বোর্ডে চাকরি করছে। সে অত্যন্ত নম্র-ভদ্র। সবার আদরের। নাসিরের পরিবারের ওপর হামলার পরও তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যা মোটেও কাম্য নয়।
জাতীয় দলের টিম বয় নাসির বলেন, লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন বিপ্লবের অনুমতি না নিয়ে ত্রাণ দেওয়ায় চেয়ারম্যানের লোক রফিক, আপন, খাইরুল, রুবেল ও রাব্বিসহ ৮-১০ জন আমাদের ওপর হামলা করে ৪৫ প্যাকেট ত্রাণ ছিনিয়ে নিয়ে যায়। পরে ছাগল চুরির অপবাদ দিয়ে আমাদের সেখান থেকে তাড়িয়ে দেয়।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার জানান, ক্রিকেটারদের ত্রাণ ছিনতাইয়ের অভিযোগ সঠিক না। স্থানীয় প্রশাসনকে না জানিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের পক্ষে ত্রাণ দিচ্ছেন নাসির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।