আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুরে পাপনের নেতৃত্বে গণভবনে পৌঁছায় বিসিবির একটি প্রতিনিধি দল। এর আগে সংগঠনের স্বাধীনতা, পারিশ্রমিক বৃদ্ধি, ঘরোয়া ক্রিকেটের সংস্কার, চুক্তি কাঠামোর পরিবর্তনসহ সর্বমোট ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন ক্রিকেটাররা।
মিরপুরে বিসিবি কার্যালয়ে বুধবার সকালে নিজামউদ্দিন বলেন, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আমাদের কথা হয়েছে। বৈঠক করতে সম্মত হয়েছেন ক্রিকেট বর্জন করা খেলোয়াড়রা।
পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন সাকিব-তামিমরা। দাবি-দাওয়া না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা। এতে শঙ্কায় পড়েছে জাতীয় দলের ভারত সফর। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে গেছে। সূত্র : আরটিভি অনলাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।