স্পোর্টস ডেস্ক : দেশের তরুণ এক ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি বলেছেন, এই ধরনের কাজ কোনো সমাধান হতে পারে না।
রাজশাহীর ২২ বছর বয়সী সজীবুল ২০১৮ যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার ছিলেন। তার পরিবার দাবি করেছে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন এই সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার।
মুশফিক সজীবকে স্মরণ করেছেন নিজের ফেইসবুক পেজে। লিখেছেন, ‘আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু মনে রাখতে হবে ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে। আমাদের দেশের একজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের মৃত্যু সংবাদে খুবই কষ্ট পেয়েছি। ব্যাপার যা-ই হোক, আমি সবাইকে অনুরোধ করব আত্মহত্যা বা এ জাতীয় কিছু করার আগে নিজের প্রিয়জন, পরিবারের সদস্যদের কথা ভাবা। আত্মহনন কোনো কিছুরই সমাধান হতে পারে না।’
‘আমাদের সবার জন্যই আল্লাহ সবকিছু ঠিক করে রেখেছেন। মহান আল্লাহর সেই পরিকল্পনায় অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আমি সজীবের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।