স্পোর্টস ডেস্ক : কার্তিক আরিয়ান ও সারা আলি খানের ‘লাভ আজ কাল’ বক্স অফিসে কেমন করল, বোদ্ধারা ছবিতে কীভাবে ব্যাখ্যা করলেন এসব নিয়ে তর্ক থাকতেই পারে। তবে এই ছবির গানগুলো তরুণ প্রজন্মের বেশ কাছে পৌঁছে গেছে। তার মধ্যে ‘হাঁ ম্যায় গলত’ গানটি যেখানে নায়ক-নায়িকা কোমর দোলাতে দেখা গেছে এই মুহূর্তে হিট বলিউডি গান।

আর এই গানে নেচেই ভাইরাল ভারতীয় মহিলা দলের ক্রিকেটার জেমাইমা রদ্রিগেজ। ভারতের এই ক্রিকেটার নাচতে বেশ ভালোবাসেন। এর আগে একজন অফ ডিউটি পুলিশের সঙ্গে নেচে ভাইরাল হয়েছিলেন কন্যে! এবার আবার।
এবার আবার তিনি নাচের প্রশিক্ষকের ভূমিকায়। কার্তিক আরিয়ান ও সারা আলি খানের হিট ডান্স নম্বর ‘হাঁ ম্যায় গলত’র সঙ্গে নাচলেন তিনি। তিনি নাচ শেখাচ্ছিলেন অস্ট্রেলিয়ান খুদেদের।
এবারের নাচে তিনি হারলিন দেওলের সঙ্গে জুটি বেঁধেছেন। আসলে বলিউড ডান্স নাম্বার শুধু ভারতেই পপুলার নয় তার ফ্যান ছড়িয়ে রয়েছে সারা পৃথিবীতে। ঠিক তেমনিই এই সেলেব ক্রিকেটারদের কাছেই নাচ শিখতে চেয়েছেন এই অজি খুদেরা।
জেমাইমার নাচ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আইসিসিই। শুধু আইসিসিই নয় ‘লাভ আজ কাল’র নায়ক কার্তিক আরিয়ানও জেমাইমার এ ভিডিও শেয়ার করেছেন।
ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারতীয় মহিলা দল। ফলে ‘অন দ্য ফিল্ড’ আর ‘অফ দ্য ফিল্ড’ এখন সব জায়গাতেই সুপারহিট হরমনপ্রীত এন্ড কোং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


