ক্রিকেটপ্রেমীদের জন্য আসছে আরও এক উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান লড়াই। ‘হংকং সিক্সেস’ টুর্নামেন্টে আগামী ৭ নভেম্বর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। হংকংয়ের টিন কুং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিশ্বের ১২টি দল। প্রতিটি দলে থাকবে ৬ জন ক্রিকেটার, আর খেলা চলবে টানা তিন দিন।
ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সাবেক উইকেটকিপার-ব্যাটার দিনেশ কার্তিক, দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। নেতৃত্ব পাওয়ার পর কার্তিক বলেন, “হংকং সিক্সেসের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বিশাল সম্মান। আমরা নির্ভীক ও বিনোদনমূলক ক্রিকেট খেলব।”
অন্যদিকে, পাকিস্তানের নেতৃত্বে থাকছেন তরুণ পেসার আব্বাস আফ্রিদি। তার দলে রয়েছেন খাজা মোহাম্মদ নাফায়, আব্দুল সামাদ, ও অভিজ্ঞ উইকেটকিপার মোহাম্মদ শেহজাদ।
দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি দেখা না হলেও, ‘হংকং সিক্সেস’ মাঠে আবারও দেখা মিলবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াইয়ের।
টুর্নামেন্টের গ্রুপ:
পুল–এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা
পুল–বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত
পুল–সি: ভারত, পাকিস্তান, কুয়েত
পুল–ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।