স্পোর্টস ডেস্ক : চীনের এশিয়ান গেমস ২০২৩ এর প্রথম ম্যাচে ইতিহাস গড়েছে নেপালের ক্রিকেট দল। নেপাল দল ও দলের দুই খেলোয়াড় মিলে গড়েছেন মোট ৫টি বিশ্ব রেকর্ড। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৩১৪ রানের স্কোর করেছে নেপাল দল। একইসঙ্গে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এবং দ্রুততম হাফ সেঞ্চুরিও করেছেন নেপালের দুই ব্যাটসম্যান।
মঙ্গোলিয়ার বিপক্ষে এই ম্যাচে নেপাল ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করেছে ৩১৪ রান। এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো কোনো দল ৩০০ প্লাস রান করেছে। এছাড়া একই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ডও গড়েছে নেপাল দল। ইনিংসে মোট ২৬টি ছক্কা মেরেছে তারা। নেপালের আগে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দলের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ ২২টি ছক্কা মারার রেকর্ড ছিল।
ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেছেন নেপালের ব্যাটসম্যান কুশল মাল্লা। মাত্র ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। এর আগে ৩৫ বলে এই কীর্তি করেছিলেন রোহিত শর্মা ও ডেভিড মিলার। এ ছাড়া শুধু টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও দ্রুততম হাফ সেঞ্চুরি পূরণ করেছেন নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং আরি। মাত্র ৯ বল মোকাবেলা করেন তিনি।
৩১৫ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৪১ রানে গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ২৭৩ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় নেপাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।