মোহাম্মদ আল আমিন : আগামী বছর জুলাই মাসে শুরু হতে চলছে ক্রিকেটের নতুন আরেকটি ফর্মেট, ১০০ ক্রিকেট। ক্রিকেটকে আরও উজ্জীবিত করতে এমন উদ্যেগ নিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড।
১০০ ক্রিকেট অর্থাৎ ২০২০ সালে নতুন এই টুর্নামেন্টে এক ইনিংসে সর্বোচ্চ ১০০ বল করবে ফিল্ডিং করা দল গুলো। পুরুষ এবং নারী দুই বিভাগেই টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে। নিয়ম অনুযায়ী এই টুর্নামেন্টে ৮টি দল থাকবে। প্রতিটি দলের একাদশে থাকবে তিনজন বিদেশি খেলোয়াড়।
টুর্নামেন্টটি শুরু হওয়ার এখনো অনেক সময় বাকি থাকলেও ইতিমধ্যে ৮টি ক্লাব তাদের পছন্দের খেলোয়াড় গুলো দলে ভিড়ে নিচ্ছে এখন থেকেই। এবার আসুন এক নজরে দেখে নেয়া যাক দল গুলোর নাম ও বিস্তারিত…
দলঃ বার্মিংহ্যাম ফিনিক্স।
স্কোয়াড-পুরুষঃ মঈন আলী, প্যাট ব্রাউন ও ক্রিস ওকস। নারীঃ ক্রিস্টি গর্ডন ও এমি জনস।
দলঃ লন্ডন স্পিরিট।
স্কোয়াড-পুরুষঃ এউইন মরগান, ররি বার্নস ও ড্যান লরেন্স। নারীঃ হিথার নাইট ও ফ্রেয়া ডেভিস।
দলঃ ম্যানচেস্টার অরিজিনালস।
স্কোয়াড-পুরুষঃ জস বাটলার, সাকিব মাহমুদ ও ম্যাট পার্কিনসন। নারীঃ কেট ক্রস ও সফি এক্লেস্টন।
দলঃ সুপার নর্দার্ন চার্জার্স।
স্কোয়াড-পুরুষঃ বেন স্টোকস, আদিল রশিদ ও ডেভিড উইলি। নারীঃ লরেন উইনফিল্ড ও লিনসে স্মিথ।
দলঃ ওভাল ইনভিনসিবল
স্কোয়াড-পুরুষঃ জেসন রয়, স্যাম কারান ও টম কারান। নারীঃ লরা মার্শ ও ফ্রান উইলসন।
দলঃ সাউদার্ন ব্রেভ।
স্কোয়াড-পুরুষঃ জফরা আর্চার, ক্রিস জর্ডান ও জেমস ভিন্স। নারীঃ আনিয়া শ্রুবসোল ও ড্যানি ওয়েট।
দলঃ ট্রেন্ট রকেট।
স্কোয়াড-পুরুষঃ জো রুট, অ্যালেক্স হেলস ও হ্যারি গার্নি। নারীঃ ন্যাট সিভার ও কাথেরিন ব্রান্ট।
দলঃ ওয়েলস ফায়ার।
স্কোয়াড-পুরুষঃ জনি বেয়ারস্টো, টম ব্যান্টন ও কলিন ইংরাম। নারীঃ ক্যাটি জনস ও ব্রিওনি স্মিথ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।