ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে ভয়াবহ আগুন

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ স্থাপনকারী একমাত্র রেলসেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ভোরে সেতুতে থাকা একটি জ্বালানি ট্যাংকারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালীর এই রেল সেতুটি ব্যবহার করে আসছিল মস্কো। ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতুটিকে ইউক্রেনীয় বাহিনীর একটি বড় টার্গেট হিসেবে দেখা হচ্ছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে ব্রিজের ওপর দাউ দাউ করে ট্যাংকারটি জ্বলতে দেখা গেছে।
ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার সংযোগ সেতুতে
শনিবার সেতুর ওপর জ্বালানি ট্যাংকটিতে ঠিক কী কারণে আগুন লেগেছে সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ বলেছেন, তার ধারণা কোনও ক্ষেপণাস্ত্র হামলার ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। বরং নিচ থেকে কোনও হামলা হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ক্রিমীয় কর্তৃপক্ষের একজন উপদেষ্টা জানিয়েছেন, আগুন নেভানোর কাজ চলছে।

রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের চার বছর পর ২০১৮ সালে কের্চ প্রণালীর ওপর এই সেতুটির উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গরুর সাথে ধাক্কায় ভেঙ্গে গেলো ভারতের সর্বাধুনিক ট্রেন!