ক্রিস হেমসওয়ার্থ বিশ্বের সবচেয়ে স্বীকৃত চলচ্চিত্র তারকাদের একজন। আপনি তাকে মার্ভেল এর থর হিসাবে আরো ভালো করে চিনবেন এবং আপনি তার দুর্দান্ত অভিনয় ও স্কিল দেখে মুগ্ধ হওয়ার কথা।
২০১৬ সালের Ghostbusters reboot এ আপনি তাকে দেখে থাকবেন যেখানে তিনি অভ্যর্থনাকারী কেভিন বেকম্যান হিসেবে কমেডি চরিত্রে অভিনয় করেছিলেন। একটি সাক্ষাৎকারে, ক্রিস জানান তিনি এ মুভি নিয়ে কতটা চিন্তিত ছিলেন। বলতে গেলে রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন। তিনি আতঙ্কে ছিলেন হয়তো তার পুরো ক্যারিয়ার ধ্বংস হতে চলেছে।
ক্রিস ব্যাখ্যা করেছিলেন যে তিনি তখনই উদ্বিগ্ন হয়েছিলেন যখন চলচ্চিত্রের পরিচালক পল ফিগ তাকে প্রয়োজনে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে উৎসাহিত করেছিলেন। ক্রিস পরিচালককে জিজ্ঞাসা করেছিলো আমাকে আসলে কি করতে হবে। কেননা ডকুমেন্ট এ সে কী রোল প্লে করবে সেটা নিয়ে ব্যাখ্যা ছিলো না। তাই ক্রিস কিছুটা নার্ভাস ছিলো।
ক্রিস চেয়েছিলো স্ক্রিপ্টে তার রোল নিয়ে বিস্তারিত লেখা থাকবে। কিন্তু সেটাও ছিলো না। আসলে পরিচালকের পদ্ধতি বুঝতে ক্রিসের দারুন অসুবিধা হচ্ছিলো। পরিচালক চাচ্ছিলেন সময়ের সাথে যা করার প্রয়োজন হবে ক্রিস সেটাই করবে।
কমেডি চরিত্রে অভিনয় করা ক্রিসের জন্য সহজ ছিলো না। মুভির স্বার্থে জায়গায় জায়গায় তাকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়েছিলো। বেশ ঝুঁকি নিয়ে তিনি অভিনয় করেছিলেন। কেননা কমেডি চরিত্রে তিনি অভ্যস্ত না। ক্রিস ভেবেছিলেন আমার কারণে হয়তো পুরো মুভি ভেস্তে যাবে। ক্যারিয়ারেরও বিদায় ঘন্টা বাজবে ও পরিচালকের সর্বনাশ হবে।
তবে বাস্তবে ঠিক তার উলটো ঘটেছে। মুভিটি আর্থিক সফলতার মুখ দেখে। তিনি সফলভাবে অভিনয় করেন। দর্শকরা এ মুভি বেশ পছন্দ করেছিলো। ক্রিসের ক্যারিয়ারের কোনও ক্ষতি হয়নি। সে একটা কঠিন পরীক্ষা সফলভাবে উতরে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।