জুমবাংলা ডেস্ক : ক্রেতা সেজে অভিনব কায়দায় গহনা চুরি করে পালানোর সময় চোরকে আটক করেছে ব্যবসায়ীরা। নাটোর শহরের পিলখানা রোডে বিমলা ক্যারেট জুয়েলারী হাউজে এ ঘটনা ঘটে। পরে ওই চোরকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার সন্ধার দিকে নাটোর শহরের পিলখানা রোডে জুয়েরার্স পট্টিতে এ ঘটনা ঘটে। ধৃত ব্যক্তি ঢাকার আদাবর মোহাম্মাদপুর (বয়েজ স্কুলের পাশে) এলাকার সামসুর রহমানের ছেলে ফরিদুর রহমান পিটু।
বিমলা ক্যারেট জুয়েলারী হাউজে মালিক উত্তম কমুার জানান, পিটু বিয়ের গহনা কিনবে বলে হাতের বালা, কানের দুল, সীতাহার সহ ৩ লাখ ২৯ হাজার টাকা মূল্যের জুয়েলারী সামগ্রী পছন্দ করেন। এক পর্যায়ে মেমো করতে বলেন এবং পালিস করে প্যাকেটে দিতে বলেন। এসময় দোকান মালিক টাকা চাইলে ক্রেতা পিটু বলেন, একটু অপেক্ষা করেন ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে আমার লোক টাকা নিয়ে আসছে। এসময় দোকান কর্মচারীরা গহনা পালিশ করার ফাকে সে সীতাহারটি নিয়ে দ্রুত মোটরসাইকেল স্টার্ট দিয়ে পালাতে চেষ্টা করে। কিন্তু দোকান কর্মচারীরা বুঝতে পেরে তার পিছু ধাওয়া করে এবং মোটর সাইকেলের পিছনের বাংকার চেপে ধরে । এসময় তাদের চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসে এবং পিটুকে আটক করে।
অপরদিকে পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হলে পিটুকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ বিষয়ে নাটোর থানার (ওসি তদন্ত) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিটুর বিরুদ্ধে মামল দায়েরের প্রক্রিয়া চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।