শীত হোক বা গরম- পুডিং খেতে বেশ ভালো লাগে। এটা খেতেও সুস্বাদু, আর পেটও ভর্তি থাকে অনেকক্ষণ। পুডিং খুবই মুখরোচক খাবার। ডেজার্ট হিসেবে এর তুলনা অতুলনীয়। পুডিং শুনলেই ডিমের কথা মনে আসে সবার আগে। ডিম, দুধ, চিনির মিশ্রণে তৈরি পুডিংই আমাদের কাছে পরিচিত। এছাড়া আরও বিভিন্ন ধরনের পুডিং বানানো যায়। এবার কলা আর ডিম দিয়ে বানিয়ে নিন বানানা-ক্র্যাম্ব পুডিং।
যা যা লাগবে
পাকা কলা, কর্নফ্লাওয়ার, চিনি, দুধ, ডিমের কুসুম, মাখন, ভ্যানিলা এসেন্স, ভ্যানিলা ওয়েফার এবং হুইপড ক্রিম। দুধ আর কলা ৬:৭ পরিমাণে নিতে হবে। এর সঙ্গে ডিমের কুসুম অন্তত ৫টি, চিনি ১ কাপ এবং কর্নফ্লাওয়ার আধা কাপ লাগবে
বানাবেন যেভাবে
প্রথমে ভ্যানিলা ওয়েফার গুঁড়ো করে নিন। এই গুঁড়ো কিছুটা মাখন দিয়ে মেখে রাখুন। অন্য একটি পাত্রে চিনি, কর্নফ্লাওয়ার ও দুধ ভালো করে মিশিয়ে নিন। আর কলা খোসা ছাড়িয়ে ছোট-ছোট টুকরো করে রাখুন
এবার হালকা আঁচে সসপ্যান বসিয়ে চিনি, কর্নফ্লাওয়ার, দুধের মিশ্রণটি ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন
এবার এই ঠান্ডা মিশ্রণে ডিমের কুসুম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তারপর মাখন ও ভ্যানিলা এসেন্স দিয়ে মিশ্রণটি ফের আঁচে বসিয়ে কিছুক্ষণ নাড়ুন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। তৈরি পুডিংয়ের মিশ্রণ।
এবার একটি পাত্রে মাখানো মাখন দিয়ে মাখানো ওয়েফারের গুঁড়ো নিয়ে সমান করে চেপে চেপে বসান। এর ওপর ঠান্ডা করা পুডিং একটু করে দিয়ে হালকা আস্তরণ করুন তার ওপর কলার টুকরো ছড়িয়ে দিন।
কলার টুকরোর ওপর আবার পুডিংয়ের আস্তরণ দিন। এবার হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে কলার টুকরো ছড়িয়ে দিন। এভাবে দু-তিনটি স্তর হয়ে গেলে ঠান্ডা করে নিন। ব্যস, তৈরি বানানা-ক্র্যাম্ব পুডিং। এবার সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন সন্ধ্যায় চা-কফির সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।