স্পোর্টস ডেস্ক : ক্লাব ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবার বার্সেলোনা কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসতে চান লিওনেল মেসি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি এলএমটেনের প্রস্তাবে রাজি নয় ক্লাব। কাতালানদের অবস্থান হয় ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে আগ্রহী ক্লাবকে অথবা মেসিকে তার চুক্তি অনুযায়ী বার্সায় খেলতে হবে পরের মৌসুম। এদিকে ফরাসি গণমাধ্যমের দাবি, পিএসজিকে মেসির বাবা জানিয়ে দিয়েছেন এলএমটেনের পরবর্তী গন্তব্য ম্যানচেস্টার সিটি।
শেষ কবে এমন হয়েছে? ক্লাব ছাপিয়ে বড় হয়ে হয়ে উঠেছেন ফুটবলার যাকে ধরে রাখতে আর পেতে ফুটবল তীর্থ ইউরোপ উদ্বিগ্ন সাথে উত্তাল। লিওনেল মেসি ছেড়ে যেতে চান তার ভালোবাসা আর আবেগের বার্সেলোনা। অপেক্ষাটা শুধু তার নতুন গন্তব্য নিশ্চিত হবার।
তার আগে কত কিছু হচ্ছে কত কিছু হবার অপেক্ষায়। সবশেষ বড় খবর ক্লাবের সাথে আলোচনায় বসতে চান এলএমটেন। তবে তাতে সম্মত নয় বার্সেলোনা। কাতালানদের অবস্থান এমন হয় মেসিকে দলে ভেড়াতে চুক্তি অনুযায়ী ৭০০ মিলিয়ন ইউরো দিতে হবে আগ্রহী ক্লাবকে অথবা পরের মৌসুম পর্যন্ত খেলতে হবে এলএমটেনকে। সব মিলে মেসি ডেডলক ভাঙছেনা সহজে তা নিশ্চিত।
গার্দিওলার অবস্থান লিওকে পেতে ম্যানচেস্টার সিটির এগিয়ে থাকার খবর এখন পুরোনো। নতুন গুঞ্জন, মেসির স্পেন থেকে ইংল্যান্ডে পাড়ি দেয়ার পালে যোগ করেছে বাড়তি হাওয়া। ফ্রেঞ্চ পত্রিকা এল ইকুইপের দাবি, মেসির বাবা হোর্হে মেসি পিএসজিকে জানিয়ে দিয়েছেন সিটিই এলএমটেনের পরের গন্তব্য। অবশ্য এল ইকুইপের দাবির ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি কারো পক্ষ থেকে।
পিএসজি, ম্যান সিটি, ইন্টারের কাতারে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরো আরো স্পষ্ট করে বললে একধাপ এগিয়ে। ইংল্যান্ড-ফ্রান্স নয় ক্লাবের ওয়েবসাইট অনুযায়ী লিও মেসি যাচ্ছেন ব্রাজিলে খেলবেন ক্রুজেইরোর হয়ে। ক্লাবের ওয়েব সাইটে ছিল সেই ঘোষণা। পরে জানানো হয় কাজটা করেছে হ্যাকাররা।
মেসির বার্সা বিচ্ছেন ব্যস্ত রেখেছে হ্যাকারদেরও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।