ক্ষতিকর মাত্রায় পারদ পাওয়া গেছে ১৭ ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে

ঘরোয়া নাইট ক্রিমেই

জুমবাংলা ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া ১৭টি ব্র্যান্ডের রং ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ (মার্কারি) পাওয়া গেছে বলে জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব ক্রিম দীর্ঘদিন ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে।

সংস্থাটি বলছে, পারদের পাশাপাশি এসব ব্র্যান্ডের ক্রিমে মাত্রাতিরিক্ত হাইড্রোকুইনোন পাওয়া যায়। এর মধ্যে ১৪টি ব্র্যান্ডই পাকিস্তানি।

মাত্রার চেয়ে বেশি পারদ ও হাইড্রোকুইনোন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছে বিএসটিআই।

বিএসটিআই গত সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা খোলাবাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের রং ফরসাকারী ক্রিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে। এতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় মার্কারি ও হাইড্রোকুইনোনের উপস্থিতি পাওয়া গেছে। ক্ষতিকর চিহ্নিত হওয়া ১৭টি ব্র্যান্ডের মধ্যে ১৪টি পাকিস্তানি, একটি চীন ও বাংলাদেশের এবং অপরটি নামহীন।

চামড়ায় ব্যবহার্য ক্রিমের সংশ্লিষ্ট বাংলাদেশ মান অনুযায়ী মার্কারির গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ১ পিপিএম। আর হাইড্রোকুইনোনের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫ পিপিএম। কিন্তু উল্লিখিত ১৭টি ব্র্যান্ডের অধিকাংশ ক্রিমে মার্কারির মাত্রা পাওয়া গেছে ৪০ থেকে ২২২ পিপিএম। আর দুটি ক্রিমে ৮ পিপিএম ও ৩০ পিপিএম মাত্রার হাইড্রোকুইনোন পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

পণ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে বাংলাদেশেই