বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নৌসদস্যদের একদিনের বেতনের চেক হস্তান্তর

জুমবাংলা ডেস্ক: বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে নৌবাহিনীর সকল সদস্যদের একদিনের সমপরিমাণ বেতন এবং নৌবাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে অনুদানের চেক আজ (১৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল গণভবনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট এই চেক হস্তান্তর করেন।

উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহায়তা করতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বোট ও ডুবুরী দল মোতায়েন করা হয়। পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী।