Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ক্ষমতা গ্রহণের পর ১ম ফোনে বাদশাহ সালমানের সাথে যা বললেন বাইডেন
    আন্তর্জাতিক

    ক্ষমতা গ্রহণের পর ১ম ফোনে বাদশাহ সালমানের সাথে যা বললেন বাইডেন

    Shamim RezaFebruary 26, 20213 Mins Read
    Advertisement

    আন্তর্জাতিক ডেস্ক : শপথ নেয়ার এক মাসের বেশি সময় পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদের সাথে ফোনালাপের মাধ্যমে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটিই সৌদি আরবের রাষ্ট্রপ্রধানের সাথে বাইডেনের প্রথম যোগাযোগ।

    বৃহস্পতিবার তাদের মধ্যে এই ফোনালাপ হয় বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়।

    বিবৃতিতে বলা হয়, উভয় নেতা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর আক্রমণ থেকে সৌদি আরবের ভূমি রক্ষায় দেশটিকে সাহায্য করতে মার্কিন অঙ্গীকারের বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি বাইডেন বৈশ্বিক মানবাধিকার ও আইনের শাসনে যুক্তরাষ্ট্রের গুরুত্বের বিষয়ে নিশ্চিত করেন।

    এতে বলা হয়, ‘প্রেসিডেন্ট সম্প্রতি বিভিন্ন সৌদি-আমেরিকান অ্যাকটিভিস্ট ও লুজাইন আল-হাযলুলের জেল থেকে মুক্তিতে ইতিবাচক বলে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার ও আইনের শাসনের বিষয়ে অবস্থানের গুরুত্বকে নিশ্চিত করেন।’

    নারীদের গাড়ি চালনার অধিকার নিয়ে কাজ করা সৌদি অ্যাকটিভিস্ট লুজাইন আল-হাযলুল তিন বছর কারাগারে বন্দী থাকার পর গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পান।

    বিবৃতিতে জানানো হয়, দুই নেতা ইয়েমেনে চলমান গৃহযুদ্ধের অবসানে কূটনীতিক প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেন।

    এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেম ও মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতার ওপর জোর দিয়েছেন এবং পারস্পারিক স্বার্থের জন্য নিজেদের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন।’

    এসপিএর বিবৃতিতে বলা হয়, ‘বাদশাহ সালমান মার্কিন প্রেসিডেন্টকে যেকোনো হুমকির বিরুদ্ধে রাজ্যকে (সৌদি আরব) রক্ষায় ওয়াশিংটনের অঙ্গীকারে ধন্যবাদ জানিয়েছেন।’

    এতে আরো বলা হয়, বাইডেন ইয়েমেনে যুদ্ধবিরতিতে জাতিসঙ্ঘের প্রচেষ্টায় সৌদি আরবের সহায়তার প্রশংসা করেন। বাদশাহ সালমান বলেন, সৌদি আরব ইয়েমেনে পূর্ণ রাজনৈতিক সমাধানে এবং ইয়েমেনি জনগণের নিরাপত্তা ও উন্নতি অর্জনে আগ্রহী।

    সালমান-বাইডেন ফোনালাপের আগে বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের সাথে সম্পর্ক পুনর্বিন্যাস করার কথা জানান।

    তিনি বলেন, ‘নিশ্চিতভাবে, কিছু বিষয়ে আমরা আমাদের উদ্বেগকে প্রকাশ করবো এবং দায়বদ্ধতার প্রশ্নকে উন্মুক্ত করবো।’

    নির্বাসিত সৌদি সাংবাদিক ও মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের নিবন্ধক জামাল খাশগজির হত্যায় তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে যাওয়ার আগে সৌদি বাদশাহর সাথে ফোনালাপ করলেন প্রেসিডেন্ট বাইডেন। ইতোমধ্যেই বাইডেন এই প্রতিবেদন দেখেছেন বলে বুধবার অপর এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান জেন সাকি।

    রাজপরিবারের ঘনিষ্ঠ থাকা জামাল খাশগজি সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার নীতির কড়া সমালোচক ছিলেন। যুবরাজের সমালোচনার জেরে তিনি দেশ ছেড়ে নির্বাসনে ছিলেন।

    তুর্কি নাগরিক ও গবেষক খাদিজা চেঙ্গিসকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গেলে ওয়াশিংটন পোস্টের এই নিবন্ধকারকে ২০১৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করে লাশ টুকরা টুকরা করা হয়।

    সৌদি কর্তৃপক্ষ প্রথমে হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করলেও পরে তারা জানায়, কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় দুর্ঘটনাক্রমে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। ওই সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বিচারের আওতায় আনা হয়।

    সূত্র : আলজাজিরা, বিবিসি, ভয়েস অব আমেরিকা, আরব নিউজ ও টিআরটি ওয়ার্ল্ড

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts

    আফগান সীমান্তে উত্তেজনা, পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা জারি

    October 14, 2025
    গুগলের ডেটা সেন্টার

    দক্ষিণ এশিয়ায় গুগলের বিশাল বিনিয়োগ, অন্ধ্রপ্রদেশে গড়ছে হাইপারস্কেল ডেটা সেন্টার

    October 14, 2025
    ভয়াবহ বন্যা

    মেক্সিকোর তিন প্রদেশে ভয়াবহ বন্যা, মৃত ৬৪, নিখোঁজ অন্তত ৬৫ জন

    October 14, 2025
    সর্বশেষ খবর

    আফগান সীমান্তে উত্তেজনা, পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা জারি

    গুগলের ডেটা সেন্টার

    দক্ষিণ এশিয়ায় গুগলের বিশাল বিনিয়োগ, অন্ধ্রপ্রদেশে গড়ছে হাইপারস্কেল ডেটা সেন্টার

    ভয়াবহ বন্যা

    মেক্সিকোর তিন প্রদেশে ভয়াবহ বন্যা, মৃত ৬৪, নিখোঁজ অন্তত ৬৫ জন

    প্রধানমন্ত্রী

    ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

    অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন, উদ্ভাবন ও সৃজনশীল ধ্বংসের তত্ত্বের স্বীকৃতি

    Gaza

    গাজায় যুদ্ধবিরতির মধ্যে গায়ে আগুন লাগিয়ে জীবন দিলেন ইসরায়েলি যুবক

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা

    পাহাড়ি পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, দক্ষিণ আফ্রিকায় কমপক্ষে ৪২ জনের মৃত্যু

    জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স

    জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস

    মুসলিম দেশগুলোর প্রতি প্রশংসা ট্রাম্পের

    ইসরায়েলি পার্লামেন্টে আরব ও মুসলিম বিশ্বের প্রশংসা করলেন ট্রাম্প

    ফিলিস্তিনি বন্দিরা

    অনিশ্চিয়তা নিয়ে গাজায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনি বন্দিরা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.