ক্ষুদে বঙ্গবন্ধু আরজিনের মুখে ‘হাসু’ ডাক শুনে কেঁদেছেন প্রধানমন্ত্রী
জুমবাংলা ডেস্ক : আরাত্রিক আরজিন। গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। মাত্র আট বছর বয়সী আরজিন এখন এলাকায় যেন ক্ষুদে বঙ্গবন্ধু হিসেবে পরিচিত। বিশেষ করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সামনে তার পিতা অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেজে অভিনয় করে কুড়িয়েছে প্রশংসা। আরজিনের অভিনয়ে যেন প্রধানমন্ত্রী পিতাকে খুঁজে পেয়েছিলেন। তাই অভিনয় দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর এলাকায় সর্বত্র আলোচনায় আরাত্রিক আরজিন।
জাতির জনকের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থলে শিশু কিশোরদের নিয়ে বেশ কয়েকটি প্রতিযোগিতার আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে আরাত্রিক আরজিন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন। বঙ্গবন্ধুর বেশভূষা ধারণ করে চরিত্রের একটি অংশে আরাত্রিক শেখ হাসিনাকে ‘হাসু নামে ডেকে বলেন, ‘আমার জন্মদিনে মন খারাপ করিস না মা, আজ আমার জন্মদিন, একটিও মোমবাতি লাগবে না, কেক লাগবে না..শুভেচ্ছা লাগবে না, লাগবে না ঘরবন্দি মানুষ, লাগবে না কোন কিচ্ছু, আপনা আপনি পালিত হবে আমার জন্মদিন…..’।
হাসু ডাকের ওই অভিনয় দেখে দর্শক সারিতে বসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অনেকটাই আপ্লুত হয়ে পড়েন। নীরবেই তার চোখে পানি চলে আসে। তিনি যেন পিতাকে ফিরে পেয়েছিলেন। পরে প্রধানমন্ত্রী আরাত্রিক আরজিনকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।
এরপর থেকে তাকে নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। এলাকাবাসী এখন গর্বিত আরজিনকে নিয়ে। আর সন্তান যেন বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় সেজন্য আরজিনের বাবা রজীনুর রহমান ও মা আশিকা রহমান ঋতি সবার কাছে দোয়া চেয়েছেন। আরাত্রিক আরজিনের নানা গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান।
বহুমুখী প্রতিভার অধিকারী আরাত্রিক আরজিন আগেও ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছে। এছাড়াও আরজিন আবৃত্তি ও অভিনয়ে পেয়েছে শিল্পকলা, শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন থেকে ২৭টি পুরস্কার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।