কয়েক ঘণ্টার তাণ্ডব, উড়ে গেলো অনেকগুলো বাড়ির ছাদ (ভিডিও)


আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার কালারাসি শহর সংলগ্ন এলাকায় গত মঙ্গলবার কয়েক ঘণ্টা তাণ্ডব চালায় টর্নেডো। এতে ১২ জন আহত হয়েছে।

এরই মধ্যে অনলাইনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিধ্বংসী সেই টর্নেডোর দৃশ্য।

স্থানীয় এক ব্যক্তি টর্নেডোর সেই ভিডিও করে তা অনলাইনে তুলে দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কুণ্ডলী পাকিয়ে মাটিতে আছড়ে পড়ছে টর্নেডো।

এ ছাড়া টর্নেডোর আঘাতে উল্টে গেছে চলন্ত একটি বাস। এ ছাড়া বহু গাছ উপড়ে পড়েছে। ১০টি বাড়ির ছাদ উড়ে গেছে।