
Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে এক কৃষকের বাড়ির গোয়ালঘরে আগুন লেগে দুটি গরু ও চারটি ছাগল মারা গেছে। সোমবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাজদিয়া ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও গরু-ছাগলগুলো আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের কৃষক মো. আব্দুল্লাহ ঝন্টুর বাড়ির গোয়ালঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো গোয়ালঘর আগুনে পুড়ে যায়। এ সময় গোয়ালে থাকা দুটি গরু ও চারটি ছাগল সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে ওই কৃষকের তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গবাদিপশুগুলো মারা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।