খাঁচায় বন্দি করে তিন বছরের শিশুকে নির্যাতন করত মা, যে রায় দিলেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক : বিড়ালের খাঁচায় বন্দি করে তিন বছরের শিশুকে নির্যাতনের দায়ে মাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর দায়রা আদালত। একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই শিশুর মায়ের বান্ধবী আদিবা মোহাম্মদ জাইনিকে (৩৫) তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দায়রা আদালতের বিচারক সিতি শাকিরাহ মোহতারুদ্দিন এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাত ৮টা ১৬ মিনিটে কুয়ালালামপুরের তামান দানাউ ডেসারের একটি অ্যাপার্টমেন্টে এই অপরাধ সংঘটিত হয়। বিড়ালের খাঁচায় বন্দি করে শিশুটিকে নির্যাতনের যৌথ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন দুই নারী।

এ ছাড়া গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৫৮ মিনিটে একই স্থানে সন্তানকে সেলোফেন টেপ দিয়ে পেঁচিয়ে রাখার দ্বিতীয় অভিযোগেও দোষী সাব্যস্ত হন মা। আদালত তাকে একই সাজা দেন এবং দুই সাজা একসঙ্গে চালানোর নির্দেশ দেন।

চিত্রনায়িকা আঞ্জুমান আরার ব্যাংক হিসাব জব্দ