খাওয়ার পরেই শারীরিক অস্বস্তি? যে ভুলগুলো করা যাবে না
লাইফস্টাইল ডেস্ক : খাওয়ার পর ভারী কাজ করা ঠিক নয় – পুষ্টিবিদ এবং চিকিৎসক উভয়েই এ কথা বলে থাকেন। ভরপেট খেয়ে উঠে পরিশ্রম হয় এমন কোনো কাজ না করাই ভালো। তার ফলে হজম ঠিকমতো হয় না। সেই সঙ্গে হজমজনিত আরো অনেক সমস্যা দেখা যায়। মৃদু গতিতে হাঁটার পরামর্শ দেন অনেকে। তবে খাওয়ার পর কিছুক্ষণের জন্য হলেও বিশ্রাম নেওয়ার প্রয়োজন বলে মনে করেন অনেকেই। তার নেপথ্যে বেশ কিছু কারণ রয়েছে। খাবার খাওয়ার পরেই কোন কাজগুলো করলে শারীরিক অস্বস্তি হতে পারে?
১) খাবার খাওয়ার পর সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না। মেডিকেশন বা পেটের ব্যায়ামও করা অনুচিত। খাবার হজম না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটিও একটি কারণ। সুস্থ থাকার জন্য খাবার হজম হওয়া জরুরি। না হলে ওজন বেড়ে যাওয়ার মতো নানা জটিলতা জন্ম নিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।